কলকাতা: ভাঙড়ে (Bhangar) গ্রেফতার আইএসএফ নেতা (ISF Leader)। ধৃতের নাম ওহিদুল ইসলাম মোল্লা। পঞ্চায়েত ভোটের গণনার দিন যে অশান্তি ছড়িয়ে ছিল সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অশান্তির ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে দত্তপুকুর থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বুধবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে কাশিপুর থানার পুলিশ দত্তপুকুর থানার পুলিশের সঙ্গে নিয়ে আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল সেখানেই আগেই থেকেই গা ঢাকা দিয়ে ছিল অভিযুক্ত ওহিদুল। এরপর মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ সীমান্ত এলাকার বিশ্বজিৎ মাইতির বাড়ি থেকে গ্রেফতার হন ওহিদুল ইসলাম মোল্লা (Ohidul Islam Mollah)। জানা গিয়েছে, ওহিদুল ভাঙড়ের ভোগালি ২ অঞ্চলের সভাপতি। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ওহিদুলের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো থেকে বোমাবাজির নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন: Kolkata TV | Kaustuv Ray | কোনও জিজ্ঞাসাবাদ হয়নি, মন্তব্য কৌস্তুভ রায়ের
প্রসঙ্গত, আইএসএফের জেলা পরিষদ প্রার্থী জাহানারা বিবির স্বামী তথা ভোগালি ১ নম্বর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতি কারিমুল ইসলাম-সহ তিনজনকে গ্রেফতারর করে পুলিশ। উল্লেখ, পঞ্চায়েতের ভোট পর্ব ষুরুর থেকেই লাগাতার অশান্তি জেরে শিরোনামে রয়েছে ভাঙড়ে। মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়েছে । সংঘর্ষে মুড়িমুড়কির মতো পড়েছে বোমাবাজি। চলেছে গুলি। অশান্তি চরমে ওঠে ভোটের গণনার দিনে। ভোট হিংসায় শুধুমাত্র ভাঙড়ে প্রায় ৭ জনের মতো মৃত্যু হয়েছে। গণনা কেন্দ্র কাঁঠালিয়া স্কুল ঘিরে ধরে বোমাবাজি থেকে গুলির লড়াই চলে। সেই ঘটনায় এবার এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল পুলিশ।