ওয়েব ডেস্ক: ওয়াকফ (Waqf Law) ইস্যু নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। শুধু মুর্শিদাবাদ নয়, মালদহ এবং ভাঙড়ের বেশকিছু অংশে অশান্তির হাওয়া বইছে। আর সেই আবহেই এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদি। জানা যাচ্ছে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদি (Pm Narendra Modi)।
আরও পড়ুন:কর্মসংস্থানের দিশা দেখাবে দিঘার জগন্নাথ মন্দির, দাবি মমতার
আগামী সপ্তাহে বঙ্গে প্রধানমন্ত্রী আসতে পারেন এই কথা আগেই জানানো হয়েছিল রাজ্য বিজেপির (Bjp) পক্ষ থেকে। তবে অবশেষে জল্পনার অবসান হল। আগামী ২৪ এপ্রিল নদিয়াতে আসছেন প্রধানমন্ত্রী, বিজেপি সূত্রে খবর। সেদিন তিনি, নদিয়ার রানাঘাট থানার হবিবপুর ছাতিমতলা মাঠে প্রশাসনিক সভা করবেন বলে জানা যাচ্ছে। বেলা ৩টে নাগাদ নদিয়ার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন, তিনি বা তাঁর সরকার ওয়াকফ আইন মানেন না। বাংলায় কোনভাবেই এই আইন লাগু হবেনা। আর এই আবহেই এবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেখুন অন্য খবর