ওয়েব ডেস্ক: জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্দুমার নদীয়ার (Nadia) ফুলিয়া। সরকারি মালিকাধীন জমি জোরপূর্বক দখল করে তাদেরই পার্শ্ববর্তী প্রতিবেশীরা। জোরপূর্বক দখল করে রাস্তা তৈরি করছে বলে অভিযোগ। অন্যদিকে, অভিযুক্তদের দাবি জমি নিয়ে সমস্যা তাদের দীর্ঘদিন বিষয়টি পঞ্চায়েত থেকে শান্তিপুর থানা এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে পার্শ্ববর্তী অজয় ঘোষ অশান্তির সূচনা করছে। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা।
সূত্রের খবর, অজয় ঘোষের দাবি জমির একাংশ এবং প্রতিবেশী তপন ঘোষের জমি জোর করে দখল করতে চেষ্টা করে প্রদীপ ঘোষের পরিবার। রবিবার সকালে তার জমির বেশ কিছু অংশের টিন খুলে সেখান দিয়ে ঢালাই রাস্তা করার কাজ শুরু করে। ভেঙে দেয়া হয় তৈরি করা পাঁচিল। এবং তাকে মারধর এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয় প্রদীপ ঘোষের পরিবারের তরফে।
আরও পড়ুন: টেন্ডার দুর্নীতি আলিপুরদুয়ার পুরসভায়, অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের
অপরদিকে, অভিযুক্ত প্রদীপ ঘোষের ছেলে বাবু ঘোষের দাবি দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক একটি অশান্তি চলছিল। সেখানেই আজ সরকারি নিয়ম মেনে আমিন এনে তাদের জায়গা ঠিকঠাক করার কাজ চলছিল তাদেরই জ্যাঠার পরিবারের সঙ্গে। কিন্তু অজয় ঘোষের সঙ্গে তাদের কোনও বিবাদ ছিল না। আজও তার সঙ্গে কোনওরকম বিরূপ আচরণ করা হয়নি। অপরদিকে, অজয় ঘোষকে হুমকি প্রসঙ্গে বাবু হোসেন দাবি পুরো মিথ্যে বলেছেন অজয় ঘোষ।
ঘটনা প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে অভিযুক্ত প্রদীপ ঘোষ এবং বাকি চারজনকে জিজ্ঞেস করার জন্য আটক করে। অপরদিকে. এই প্রসঙ্গে বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের প্রধান বাসন্তী বসাক জানান বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং দুই পক্ষই এর আগে পঞ্চায়েতে যোগাযোগ করলে পঞ্চায়েত মীমাংসা করার চেষ্টা করেছিল। কিন্তু তারা মানেননি বর্তমানে যেহেতু বিচারটি বিচারাধীন রয়েছে, তাই আইন আইনের পথে চলবে।
দেখুন আরও খবর: