কলকাতা: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price Hike)। বিশ্ব বাজাররে অপরিশোধিত তেলের দাম পড়েছে অনেকটা। তাই আশা করা হয়েছিল এবার হয়ত পড়বে দুই জ্বালানির দাম। তবে সে গুড়ে বালি। আচমকা রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।
এদিন কলকাতায় পেট্রোল ছিল ১০৫ টাকা ১ পয়সা। বেড়ে হল প্রতি লিটারে হল ১০৫ টাকা ৪১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ২০ পয়সা। এর আগে কলকাতায় ডিজেলের দাম ছিল ৯১ টাকা ৮১ পয়সা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৯২ টাকা ১ পয়সা। কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে এই দামেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। জানা গিয়েছে, দেশের অন্যান্য রাজ্যগুলিতে সেই দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতার সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
কী কারণে দাম বৃদ্ধি?
উল্লেখ্য, রাজ্যের এক একটি জেলায় একেকটি দাম রয়েছে দুই জ্বালানির। কী কারণে দাম বাড়ল? তা এখনও স্পষ্ট নয়। এর আগে ১ ডিসেম্বর থেকে রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম লিটারে ৬ পয়সা করে বেড়েছিল।
রাজ্যে কোথায় কত পেট্রোলের দাম?
আলিপুরদুয়ার- ১০৬ টাকা ৬৯ পয়সা
বাঁকুড়া- ১০৬ টাকা ৩২ পয়সা
কোচবিহার- ১০৬ টাকা ৫২ পয়সা
দেখুন আরও খবর: