পাটনা: শনিবার শুরু হয়েছে পাটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসের ট্রায়াল রান (Trail Run)। সেই সঙ্গে বাংলা তার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল। শনিবার পাটনা থেকে ট্রায়াল রান শুরু হওয়ার সময় আসানসোল স্টেশন দুই মিনিটের জন্য থামে।ঠিক সেই সময়ই বন্দে ভারত দেখার জন্য স্থ্যনীয় মানুষের ভিড় জমায়।
আর কিছু দিনের অপেক্ষা তার পরেই বাংলা পেতে চলেছে তার চতুর্থ ও পঞ্চম বন্দেভারত এক্সপ্রেস।পুজোর আগেই নতুন ওই দুই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাজ্যের হাওড়া থেকে বিহারের রাজধানী পটনার মধ্যে চলবে।আর অপরদিকে বহু প্রতীক্ষিত রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও শুরু হচ্ছে।এর আগে বাংলা থেকে হাওড়-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী রুটে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
আরও পড়ুন: লাঠিতে সাপ জড়িয়ে ছুটছেন প্রধান শিক্ষক, শোরগোল ধূপগুড়ির স্কুলে
পটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া 2650 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। 2650 টাকা এসি এক্সেকিউটিভ চেয়ার কারের টিকিটের দাম হবে। আর, এসি চেয়ার কারের জন্য 1450 টাকা ভাড়া নেওয়া হবে। এই টিকিটের দামেই যাত্রীদের জন্য খাবার পরিবেশন করা হবে।