পাঁচলা: পঞ্চায়েতে ভোটের আগে ফের অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার মন্ত্রীর বিরুদ্ধে টাকা দিয়ে প্রার্থী কেনার অভিযোগ তুললেন দলেরই বিধায়ক। পঞ্চায়েতের ভোট প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক। তাঁর দাবি, মন্ত্রী অরূপ রায় টাকার মাধ্যমে পঞ্চায়েত সমিতির আসন কিনতে চাইছেন। এই মর্মে রাত আড়াইটে নাগাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভপতি তুফান ঘোষ নাকি বিধায়কের বাড়িতে দশ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলন বলে অভিযোগ তুলেছেন গুলশন মল্লিক।]
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জগৎবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন ওই তুফান ঘোষ। তবে পাঁচলার বিধায়কের দাবি, তাঁর এলাকার পঞ্চায়েতের আসনগুলোও টাকা দিয়ে কিনতে চাইছেন মন্ত্রী অরূপ রায় এবং তাঁর শাকরেদরা। তিনি এই সব বরদাস্ত করবেন না। তাই তুফান যেদিন তাঁর বাড়িতে টাকা দিতে এসেছিলেন, তিনি সেই মুর্হূর্তে একটি ভিডিয়ো করেন। সেই ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যে পার্টির সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশন।
আরও পড়ুন: Panchayat Election | পঞ্চায়েত নির্বাচনে জ্য়াঠা-ভাইপো লড়াইকে ঘিরে জমজমাট বাঁকুড়া
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী অরুপ রায়। তিনি জানান, আমি এই ধরনের কাজে বিশ্বাস করি না। যদি এরকম কেউ অভিযোগ তোলে, তবে তা সত্যি নয়। দলের ছেলেরা টাকা দিয়ে প্রার্থী হতে চাইলে আমিই সেটা মানব না। তাই এই সব মিথ্যে অভিযোগ।
এদিক পঞ্চায়েত ভোট মিটলে দিল্লি থেকে রাজ্যের প্রাপ্য টাকা ছিনিয়ে আনার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আসানসোলের বারাবনিতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভোট মিটলে দেড়মাসের মধ্যে ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব। অনেক বাবা-বাছা করেছি। অনেক সৌজন্যের রাজনীতি দেখিয়েছি।