নদিয়া: তীব্র গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ভোটারের। নদিয়ায় (Nadia) পুনর্নির্বাচনের (Reelection) দিন ভোট দিতে গিয়ে প্রচণ্ড গরমে মৃত্যু হল এক পৌঢ়ের। মৃতের নাম নবদ্বীপ হালদার (৫৫)। তেহট্টের ধোড়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়ার বুথে এই ঘটনাটি ঘটেছে। প্রচণ্ড গরমের মধ্যে ভোট দেওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়েন। প্রথমিক অনুমান হৃদ্রোগে আক্রান্ত মৃত্যু (Heart Attack Died) হয়েছে ওই ব্যাক্তির।
সোমবার সকাল সকাল ভোট দিতে যান তিনি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে নবদ্বীপবাবু অসুস্থ হয়ে পড়েন। আচমকাই অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকের দাবি, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন: Panchayat Election | বুথে এসে কেঁদে ফেললেন সিপিএম প্রার্থী
মৃত ভোটারের পরিবার সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ হালদারের ভাইপো বিজেপি প্রার্থী। অভিযোগ,ভোটের আগে থেকে তৃণমূলের লোকজন তাঁদেরকে হুমকি দিচ্ছিল বেশ কিছুদিন ধরে। ভোটের দিনে অশান্তিও হয়। তারপর থেকে চিন্তায় ছিলেন নবদ্বীপ। সেই চিন্তা ও প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকার জেরে হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলেও মনে করছেন মৃত ভোটারের দাদা।
রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। সোমবার পুনর্নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ১৪.৯১ শতাংশ ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোনও জেলা থেকে বড়সড় না হলেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।