মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote ) ফলপ্রকাশের পর থেকেই দলবদলের হিড়িক। কান্দিতে (Murshidabad Kandi) বিভিন্ন রাজনৈতিক দলের ৯ পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন কর্মী যোগদান করল তৃণমূলে। মঙ্গলবার দুপুরে কান্দি ব্লক মোড়ের দলীয় কার্যালয়ে আইএনটিটিইউসি (INTTUC) জেলা সভাপতি পার্থ প্রতিম সরকার ও কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের হাত থেকে কংগ্রেস, বিজেপির টিকিটে জয়ী ন’জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কান্দি ব্লকের মোট ১০ গ্রাম পঞ্চায়েতের সব কটিতেই একক সংখ্যা গড়িষ্টতা নিয়ে জয়লাভ করে ঘাসফুল শিবির। একক সংখ্যা গড়িষ্টতা নিয়ে কান্দি পঞ্চায়েত সমিতিরও দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কান্দি ব্লকের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্যই বিভিন্ন দলের টিকিটে জয়ী জনপ্রতিনিধিদের দলে টানা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সদ্য শাসক দলে যোগদান করা পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন, এলাকা উন্নয়নের স্বার্থেই শাসক শিবিরে যোগদান। এদিন কংগ্রেস, বিজেপি সহ দুই নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
আরও পড়ুন: তৃণমূলের জমিতে কীটনাশক মেশাল সিপিএম! অভিযোগ বাদুড়িয়ায়
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। তার মাঝেই গ্রাম বাংলার দখল নিজেদের হাতেই রেখেছে শাসকদল। ফল ঘোষাণার পর এ বিভিন্ন দলের জয়ী সদস্যরা তৃণমূলে যোগদান করেছে। শক্তিশালী হচ্ছে ঘাসফুল শিবিরের হাত। বেশ কয়েকটি জেলাতেও দেখা গিয়ে বিজেপি কিংবা সিপিএমের টিকিটে জয় পেয়েও তৃণমূলে এসে যোগদান করতে।