বহরমপুর: বিজয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলে খুন মুর্শিদাবাদে। খড়গ্রামের রুহিগ্রামে কংগ্রেসের জয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের ওই যুবকের নাম হুমায়ুন কবীর। আহত হয়েছেন সাকির শেখ নামে আরও একজন। বোর্ড গঠনের দিনেও রক্ত ঝড়ল রাজ্যের একাধিক জেলায়।
অভিযোগ, মঙ্গলবার চায়ের দোকানে বসেছিলেন হুমায়ুন। সেইসময় আচমকাই দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর চড়াও হয়ে কোপাতে থাকেব বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। কংগ্রেস পরাজিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই খুনের অভিযোগ করছে। কংগ্রেসের অভিযোগ, হুমায়ুনের মা তৃণমূলে যোগ করায়, এর প্রতিশোধের কারণেই খুন করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।
আরও পড়ুন: মেরামতি শুরু মা উড়ালপুলে, বন্ধ রাতে যান চলাচল
জানা গিয়েছে, মৃতের মা সানোয়ারা বেওয়া কংগ্রেস থেকে ভোটে জিতেছিলেন। গত রবিবার তৃণমূলে যোগদান করেন তিনি। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। তারপরই তাঁর ছেলেকে খুন করা হয় বলে অভিযোগ। কে বা কারা এই খুন করল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া আহত হয়েছেন একজন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ গোটা এলাকায়। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
ওই ঘটনায় আহত সাকির বলেন, রোহিগ্রামের সানোয়ারা বিবি কংগ্রেস থেকে ভোটে জিতেছিলেন। গত রবিবার তৃণমূলে যোগদান করেন। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে করে তৃণমূল। তারপরেই তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ওই সংসদের বেদানা বিবিকে ভোটে পরাজিত করেছেন সানোয়ারা বিবি। সেই সানোয়ারা বিবি দল ছেড়ে তৃণমুলে যোগ দেওয়াতেই ওপর পক্ষের রাগ। সেকারণেই তাঁদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন সাকির।
তিনি আরও বলেন, বোর্ড গঠনের পর ওই রাস্তায় একটি মিছিল যাচ্ছিল। সেই সময় পটকা ফাটাচ্ছিল অনেকেই। আমরা চায়ের দোকানে বসেছিলাম। আমার পায়ের কাছে পটকা ফাটানোর কারণে বলতে গিয়েই দুষ্কৃতীরা মারধর করতে শুরু করে। এরপর ওই দুষ্কৃতীরা ছুরি মারে আমার চাচাতো ভাই হুমায়ুন ও মাসুদকে। অন্যদিকে এলাকার অফিরুল খামারু বলেন, ওই মিছিল গ্রামে যাওয়ার সময় সিভিক ভলান্টিয়ার ছিল দুজন। তাঁদের সামনেই ওই ঘটনা ঘটেছে। ওই সংসদের পরাজিত প্রার্থী বেদানা বিবির লোকজন ওই ঘটনায় জড়িত বলে তিনি দাবি করেছেন।