বীরভূম: মল্লারপুরে (Mallarpur) তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ এলাকার সিপিএম প্রার্থী ও তার ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। ময়ুরেশ্বর এক নম্বর ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদ হাজিপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপেল হকের অভিযোগ, গতকাল বুধবার গভীর রাতে তিনি হাজিপুর গ্রামের চারমাথা মোড়ে গিয়েছিলেন। সেই সময় প্রচার সেরে বাড়ি ফেরার মুখে বোমা (Bombing) ছোড়ার অভিযোগ উঠল। সিপিএমের প্রার্থী সাজিরুল সেখের ভাই ও তাদের লোকজন নিয়ে এসে তাকে লক্ষ্য করে একটি বোমা ছোঁড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদ হাজিপুর গ্রামে তৃণমূলের হয়ে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছেন আপেল হক। তিনি সেখান থেকে ছুটে বাড়ি ঢুকলে ফেরেন। সেখানেও আরও দুটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। অভিযোগ, বোমার অভিঘাতে বাড়ির টিনের দেওয়াল রীতিমতো তুবড়ে গিয়েছে। তৃণমুল কংগ্রেসের প্রার্থীর অভিযোগ, তাকে প্রাণে মেরে ফেলার উদ্দ্যেশ্য নিয়ে বোমা মারে সিপিএমের প্রার্থীর ভাই ও তার দলের লোকজনেরা। পরিবারের অভিযোগ, সিপিএমের প্রার্থী সাজিরুল সেখের ভাই ও তাঁদের লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত। বাড়ির সামনে থেকে উদ্ধার হয় আরও দুটি তাজা বোমা।
আরও পড়ুন: Panchayat Election | সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি, জখম ৪
পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আর এক দিন বাকি তারমধ্যের রাজ্যে হিংসা অব্যাহত। বুধবার গভীর রাত থেকে বোমাবাজিতে উত্তপ্ত বিভিন্ন জেলা। এখনও পর্যন্ত রাজনৈতিক হিংসায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ১ নম্বর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর এলাকায় সিপিএম প্রার্থীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। মহম্মদবাজার থানার হিংল গ্রাম পঞ্চায়েতের সারেণ্ডা গ্রাম এলাকায় বিজেপির প্রার্থীর স্বামীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার নদিয়ার চাকদহ রাউতাড়ীতে বিজেপি কর্মীরা প্রচার করছিলেন। সেই সময় কয়েকটি ভ্যান নিয়ে আচমকা হামলা করে ১৫ জন দুষ্কৃতী। বাস,লাঠি নিয়ে তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ।