মুর্শিদাবাদ: পাকা রাস্তার দাবিতে এবারেও ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীদের। মুর্শিদাবাদের নওদা ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের গাদিগাছা আদিবাসী পাড়ার মানুষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন বয়কট করেছিলেন। সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল গ্রামের ১০০ মিটার রাস্তা ঢালাই করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও সেই রাস্তা তৈরি কাজ শুরুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সেই কারণে ফের ভোট বয়কটের ডাক দিলেন ওই আদিবাসী পাড়ার মানুষজন।
গ্রামবাসীদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন, বিদুৎ , পানীয় জল সহ সরকারি অন্যান্য সুযোগ সুবিধে পেলেও রাস্তা নিয়ে যে সমস্যা রয়েছে তা মিটছে না দীর্ঘদিন ধরে। পিচের রাস্তা না থাকায় আদিবাসী পাড়া সবার থেকে বিছিন্ন হয়ে গিয়েছে। এই এবড়োখেবড়ো রাস্তা দিয়েই ছোটদের স্কুলে যেতে হচ্ছে। সেক্ষেত্রে বর্ষাকালে স্কুলে যেতে সমস্যার মুখে পড়তে হয় ছাত্রছাত্রীদের।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Purulia | TMC | পুরুলিয়ায় ৬২ বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার তৃণমূলের
গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। প্রতিবাদে বিধানসভার নির্বাচন বয়কট করেছিলেন তাঁরা। তারপরও হেলদোল নেই কারও। তাই স্থানীয়রা ঠিক করছেনে এবারের পঞ্চায়েত ভোটও বয়কট করছেন। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত ভোট বয়কট করে যাবেন তাঁরা।
দু’দিন বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন শাসক-বিরোধী দুই পক্ষের প্রতিনিধিরা। পঞ্চায়েত ভোটের জন্য শেষ মুহূর্তের প্রচার চলছে রাজ্যের সর্বত্র। এরই মধ্যে ঠিক উল্টো ছবি দেখা গেল মুর্শিদাবাদের নওদা আদিবাসী পাড়ায়। গ্রামের একটি বাড়ির দেওয়ালেও প্রার্থীদের নাম লেখা হয়নি। পাড়ার মোড়ে লাগানো হয়নি রাজনৈতিক কোনও দলের ফেস্টুন-ব্যানার। ভোট নিয়ে এলাকাতেও নেই কোনও উত্তেজনা। ওই আদিবাসী পাড়ায় মোট ৬৫ পরিবারের বাস। এর মধ্যে একটিও পরিবার পঞ্চায়েত ভোটে অংশ নিতে চাইছে না।