খাদিকুল: কিছুদিনের মধ্যেই ছবিটা পাল্টে গেল। এবার খাদিকুল (Khadikul) গ্রাম বিজেপির (BJP) দখলে। মে মাসেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের খাদিকুল। তৃণমূল নেতা ভানু বাগের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই খাদিকুলে জয় পেল বিজেপি। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) খাদিকুলে ৮২ ভোটে জয়ী হলেন বিজেপির পুষ্পলতা সাউ।
সূত্রের খবর, মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে এখানে। গ্রামবাসীদের মতামত প্রতিফলিত হয়েছে তা নির্বাচনের ফলই বলে দিচ্ছে। খাদিকুল যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সাহাড়া গ্রাম পঞ্চায়েতও এবার দখলে গিয়েছে বিজেপির। শান্তিলতা দাসও এবার শিবপুর গ্রামসভা থেকে ৫২ ভোটে পরাজিত হতে হয়েছে। এই শান্তিলতা দাসের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা এনেছিল নির্দল ও তৃণমূল।
খাদিকুলে তৃণমূল নেতার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তাতে ১২ জনের মৃত্যু হয়েছে। তার পর থেকে রাজ্যের অবৈধ বাজি কারখানা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। বিস্ফোরণ ছিল বিজেপির কাছে নির্বাচনী হাতিয়ার। বিস্ফোরণ কাণ্ডের পর থেকে বাজি কারখানার মালিক ভানুর বিরুদ্ধে একাধিক তুলেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, গ্রামপঞ্চায়েত প্রধান শান্তিলতা দাসের এক প্রকার মদতেই গোটা এলাকায় ভানু নিজের ক্ষমতা বিস্তার করেছিল। এলাকায় নিজের দাপট বজায় রেখেছিল। তাঁর বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না এলাকাবাসী। তাঁরা স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পারতেন না। কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন গ্রামবাসীরা। গণনার পর ফল ঘোষণা হতেই চিত্রটা পরিষ্কার হয়ে গেল। বিজেপির দখলে ভানুর এলাকা