কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী ভিত্তিতে মামলা করেছিলেন আসাদুর রহমান। অজ্ঞাত কারণে সোমবার তিনি মামলা প্রত্যাহার করতে চান। কিন্তু আদালতের অমূল্য সময় নষ্ট করার জন্য তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।
ভোটে বেআইনি কাজকর্মের অভিযোগে তিনি মামলা করেন। সংশ্লিষ্ট এলাকার বিডিও ও প্রিজাইডিং অফিসারের রিপোর্ট তলব করে আদালত। সেই রিপোর্ট জমা পড়ে। কিন্তু এদিন তাঁর তরফে জানানো হয়, তাঁর প্রায় ৬০ বছর বয়স। শারীরিক কারণে তিনি মামলা চালাতে চান না।
আরও পড়ুন: শ্রমজীবী হাসপাতালের আবেদন আর্জি বিবেচনার নির্দেশ আদালতের
এই প্রেক্ষাপটে তাঁকে জরিমানা করার পাশাপাশি বিচারপতির নির্দেশ, আগামী দিনে তিনি কোনও ভোটে দাঁড়াতে পারবেন না। জরিমানার টাকা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে ৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। ওই অর্থ জমা না দিলে তার ফল হবে মারাত্মক, এমনটাই জানিয়ে ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেচে আদালাত।