কলকাতা: প্রেমের টানে করাচি থেকে কলকাতা। পার্ক সার্কাসের খান পরিবারের হবু পুত্রবধূ হতে চলেছেন সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে আসা পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া খানম। মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া। হবু জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছিলেন শামীর। জাওয়ারিয়াকে ভারতে স্বাগত জানানো হয় ঢোলবাদ্যের সঙ্গে৷
গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব ৷ শামীরের পরিবারের অনেকেই পাকিস্তানে আছেন। মায়ের ফোনে তিনি প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন। তখনই ঠিক করেন বিয়ে করলে এই তরুণীকেই করবেন। জার্মানিতে দীর্ঘ দিন পড়াশোনা করেছেন শামীর। বছর দুয়েক আগে দুবাইয়ে তিনি দেখা করেন জাওয়ারিয়ার সঙ্গে। ওটাই তাঁদের প্রথম সাক্ষাৎ। এছাড়া পাঁচ বছরের আর দেখা আর হয়নি তাঁদের। ফোনে কথা, ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ হত দুজনের।
আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু ধূপগুড়ির শ্রমিকের
হাতে সময় মাত্র ৪৫ দিন। ভিসার মেয়াদ থাকতে থাকতেই কলকাতা নিবাসী প্রেমিক শামীর খানের সঙ্গে নতুন বছর পড়তেই বিয়ের কথা ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। আগামী জানুয়ারিতে কলকাতার বুকেই শামীরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার কথা তাঁর।