ধূপগুড়ি: গতকাল সেমিস্টারের ফি কমানোর দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনে বহিরাগতদের প্রবেশ,গর্ভনিং বডির বৈঠকে চলাকালীন ভেতরে ঢুকে বৈঠক বিঘ্নিত করা,অফিসে ঢুকে পড়া এবং বিভিন্ন রকম চিৎকারে কলেজের পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ তুলে কালো ব্যাচ পড়ে রাস্তায় অধ্যক্ষ সহ শিক্ষাকর্মীরা। ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপকরা এবং সব রকম শিক্ষাকর্মীরা অবস্থান বিক্ষোভ সহ কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধূপগুড়ি শহরে মৌন মিছিল করল।মঙ্গলবার বিকালে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় থেকে মিছিল শুরু করে শহরের ট্রাফিক চৌপথিতে এসে শেষ হয়।
উল্লেখ্য,সোমবার সুকান্ত মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের সেমিস্টারের ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ডেপুটেশন দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ।ডেপুটেশন প্রদান করতে গিয়ে কলেজ অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ বসে পড়ে ছাত্রছাত্রী সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।দীর্ঘক্ষন ধরে চলে বিক্ষোভ।পরবর্তীতে জাতীয় সড়কও অবরোধ করা হয়।অভিযোগ উঠে আন্দোলনের নামে কলেজে বহিরাগতরা প্রবেশ করে কলেজের প্রশাসনিক কাজকর্মে বাধা দান করেন।বহিরাগতদের আচরণে সুকান্ত মহাবিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ লজ্জিত ও অপমানবোধ করেন।
আরও পড়ুন: CPI | D Raja | মণিপুর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় অসুস্থ হয়ে পড়লেন ডি রাজা
এমনকি তৃণমূল ছাত্র পরিষদ ডেপুটেশনে কলেজের বাতানুকুল যন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব দাবি করে ছাত্র-ছাত্রীদের থেকে বেশি টাকা ফিস নিয়ে অধ্যক্ষ এয়ারকন্ডিশন মেশিনের হাওয়া খাচ্ছে। আর এতেই অপমানিত হন কলেজের অধ্যক্ষ নীলাংশ সেখর দাস।এদিন নিজের ঘরের বাতানুকুল যন্ত্র খুলে দেন অধ্যক্ষ।
এদিনের বিষয়ে কলেজ অধ্যক্ষ নীলাংশু শেখর দাস বলেন তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশনে বহিরাগতরা ঢুকে পড়ে কলেজ অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে।সেখানে উচ্চ স্বরে তারা চিৎকার চেঁচামেচি করেন।সোমবারই পরিচালন সমিতির সদস্যদের নিয়ে সেমিস্টারের ফি কমানো বিষয়ে বৈঠকে বসা হয়েছিল।তারপরও কলেজের ভিতর এমন কাজকর্ম অন্যায়ের এবং আমরা সত্যি লজ্জিত ও অপমান বোধ করছি।সেকারনেই এই মৌন ধিক্কার মিছিল।