আদ্রা: রেল শহর আদ্রায় তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিট। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ধৃতের নাম আরজু মালিক, তার বাড়ি বিহারের জামুই এলাকায়। ধৃতকে বুদবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা জিজ্ঞাসাবাদ করার পর বাকিদের গ্রেফতার করা হবে।
গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় আদ্রা পুরাতনবাজার এলাকায় অস্থায়ী পার্টি অফিসের সামনে শহর সভাপতি ও তাঁর দেহরক্ষীকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ধনঞ্জয় ও তাঁর দেহরক্ষী। হাসপাতালে নিয়ে গেলে ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | দুর্নীতির বিরুদ্ধে লড়তে কলেজ ছাত্রী সুপ্রীতি এবার পঞ্চায়েতে প্রার্থী
উল্লেখ্য, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ। যাদের মধ্যে ২ জন কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। ঘটনার ৪ দিন পর এই খুনের কিনারা করার জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ৪ সদস্যের সিট গঠন করা হয়। তারপরই এল প্রথম সাফল্য।
এই ঘটনার সঙ্গে এখনও রাজনীতির কোনও সম্পর্ক পাওয়া যায়নি। রেল সিন্ডিকেটের তোলা আদায়ের বাধা দেওয়া নিয়েই এই খুনের ঘটনা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এই ঘটনার সঙ্গে যুক্ত জামাল দুষ্কৃতীদের তথ্য দেয় বলে জানতে পারে পুলিশ।