কলকাতা: গভীর রাতে কলকাতায় চলল শুট আউট। রবিবার গভীর রাতে স্ট্যান্ড রোডের কাছে এক লরিচালককে গুলি করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২টো নাগাদ গুলি চলেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ লরিচালকের নাম কান্তি সিংহ। তিনি হাওড়ার বাসিন্দা। বালিবাহী লরি চালাতেন বলে জানতে পেরেছে পুলিশ। সেই বালির দরকষাকষি করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন টিঙ্কু নামে এক ব্যক্তির সঙ্গে। পুলিশ সূত্রে খবর, বালির দাম কষাকষি নিয়ে লরির চালকের সঙ্গে বচসা শুরু হয়ে দুজনের মধ্যে। অভিযোগ, এরপরই লরি চালক কান্তিকে গুলি করে টিঙ্কু। তার পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: টোটো নিয়ন্ত্রণে ময়দানে পুরসভা-ট্র্যাফিক পুলিশ
শুটআউটের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ময়দান এবং উত্তর বন্দর থানার পুলিশ। লরিচালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: