পূর্ব বর্ধমান: কাটোয়ার (Katwa) পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Katwa Bomb Blast)। কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় মাটির বাড়িটি ভেঙে গিয়েছে। এই মুহূর্তে এলাকা ফাঁকা করে চলছে তল্লাশি। রাতের গ্রামে আতঙ্কের পরিবেশ।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রাজুয়া গ্রামে পরপর দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি বাড়ির চাল উড়ে যায় এবং দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় গ্রামের মানুষ চরম আতঙ্কিত। পুলিশের তৎপরতা কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ভেঙে পড়া বাড়ি থেকে প্রথমে জখম অবস্থায় উদ্ধার করা হয় একজনকে। তড়িঘড়ি তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ধ্বংসস্তূপ থেকে একজনের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত করে দেখছে কী উদ্দেশ্যে এবং কীভাবে এই বোমা গ্রামে পৌঁছালো।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় সাজা ঘোষণা
জানা গিয়েছে, ওই বাড়িটি মন্টু শেখ নামে একজনের। তাঁর মৃত্যুর পর ছেলেরা বাড়িটিকে এভাবে ফেলে রেখে চলে গিয়েছেন অন্যত্র। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। বীরভূম থেকে তিন-চারজন এসে এই কাজ করছিল।
অন্য খবর দেখুন