কলকাতা: রাজ্যে ফের ডেঙ্গির দাপট। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১০ বছরের পল্লবী দে নামে এক নাবালিকার। জ্বর নিয়ে পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল পল্লবী। ২০ জুলাই তাকে পার্ক সার্কাসের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২২ জুলাই দুপুর ১ টা ০৪ মিনিট নাগাদ মৃত্যু হয় পল্লবীর। জানা গিয়েছে, ওই নাবালিকা কলকাতার পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা। ডেথ সার্টিফিকেটে উল্লেখ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু।
এদিকে দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত ৫০ এর বেশি মানুষ। এর জেরে রাজ্য ও জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ নজরদারি শুরু হয়েছে। গত দুদিন আগেও ১০ জনের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে বলে খবর।
দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে পলাশডিহা গ্রাম। গত দুদিন আগেই এই গ্রামে ১০ জনের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়ে। দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন তথা প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় নিজে পুরসভার টিম নিয়ে গ্রামের বাড়ি বাড়ি খোঁজখবর নেন ও মানুষকে সচেতন করেন। বসানো হয়েছে বিশেষ হেলথ ক্যাম্পও। কিন্তু তারপরও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ পেরিয়ে গিয়েছে বলে জানান জেলার সিএমওএইচ কেকা মুখোপাধ্যায়। রাজ্য ও জেলা স্বাস্থ্য দফতর বিশেষ উদ্যোগ নিয়েছে এই সমস্যার মোকাবেলা করার। এছাড়াও এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার ও নর্দমা পরিস্কার রাখার জন্য। এমনকী কোথাও জল জমতে না দেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। আজ এই নিয়ে বিশেষ বৈঠক করে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কেকা মুখোপাধ্যায়।