শিলিগুড়ি: দার্জিলিং ধসের কবলে পড়ে মৃত হল একজনের। শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বাবুলাল রাই। তিনি পাত্তাবুং এলাকার বাসিন্দা। গত কয়েকদিন থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয় ভারী বৃষ্টি। শুধু উত্তরবঙ্গের সমতলের নয়, সারারাত ধরে পাহাড়েও হয়েছে প্রবল বৃষ্টিপাত।
জানা গিয়েছে, দার্জিলিং শহর থেকে চার কিলোমিটার দূরে পাত্তাবুং এলাকা। সেখানেই বাবুলাল তাঁর বাড়ি থেকে বাইরে বেরোতেই ঘটে বিপত্তি। সেই সময় আচমকা পাহাড় ভেঙে পড়ে বাড়িটি ধসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৯ বছর বয়সি বাবুলালের। খবর পাওয়া মাত্রই স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে বাবুলালের নিথর দেহটি উদ্ধার করে। তবে এই ঘটনায় অন্য কারও আহত হওয়ার খবর নেই।
আরও পড়ুন: বাড়ির সামনে রোজই বসে জুয়ার ঠেক, প্রতিবাদ করায় বেধরক মারধর যুবককে
দার্জিলিং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, ‘‘ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’’