বাঁকুড়া: একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ফের উস্কানিমূলক কথা বলে বিতর্কে জড়ালেন পদ্ম বিধায়ক। কলকাতার সভার পথে তৃণমূল পথ আটকালে তৃণমূলীদের টুটি ধরে গাড়িতে তুলে নিয়ে গঙ্গা জলে চোবানোর নিদান অমরনাথের। বিধায়ক বুঝতে পেরেছেন কলকাতায় লোক হবে না তাই এইসব বলে বাজার গরম করছেন বলে কটাক্ষ করেছে তৃণমূলের।
আগামী ২৯ নভেম্বর কলকাতায় সভা বিজেপির। সেই সভায় হাজির থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা সফল করতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় কলকাতার সভাকে সফল করতে বাঁকুড়ার ওন্দা বিধানসভার পুঞ্চা শিবতলায় প্রস্তুতি সভা করে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। সেই সভামঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করেন অমরনাথ। তিনি বলেন, কলকাতার সভায় বিষ্ণুপুর থেকে ১৫ হাজার লোক নিয়ে যাব। কলকাতা যাওয়ার পথে তৃণমূল যদি বাধা বা আটকানোর চেষ্টা করে, তাহলে তাদের টুটি ধরে গাড়িতে তুলে নিয়ে যাবেন। তারপর গঙ্গার জলে চোবাবেন।
আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে বিজেপির জেলা সভাপতিকে চোর কটাক্ষ পোস্টারে
এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। তিনি আরও বলেন, আপনার গালে একটা চড় মারলে আপনি পাল্টা অন্য গালে এমন কামড়াবেন যাতে এতটা মাংস উঠে যায় বলে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য করেন অমরনাথ। বিজেপি বিধায়ক বুঝতে পেরেছেন কলকাতার সভাতে লোক হবে না। তাই যা হোক একটা বলে বাজার গরম করছেন বলে কটাক্ষ তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর।