কলকাতা: বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আর গ্ৰামাঞ্চলে জোরদার প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার সকাল থেকেই রাজ্য জুড়ে মনোনয়ন জমা দিতে শুরু করেছে শাসক থেকে বিরোধী শিবির। একইসঙ্গে চলছে দেওয়াল লিখনও। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনও দলই। পাশাপাশি যোগদান ও পাল্টা যোগদান কর্মসূচি চলছে সব এলাকাতেই। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। শুক্রবার আসানসোলে আপকার গার্ডেনে সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ১৮ জন জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করলেন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্য়ায় সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি রাজ্যের একাধিক এলাকায় মনোনয় জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে বিরোধী শিবির। এদিন বামফ্রন্টের প্রার্থীরা আসানসোলের বারাবনির ব্লকে ডিসিআর তোলার পর তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল শাস দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে অপপ্রচার বলে দাবি করেছে তৃণমূল।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মনোনয়ন পেশের প্রথম দিনেই বিশৃঙ্খলা ডায়মন্ড হারবারে
এদিকে হাওড়ার ডোমজুড়ের বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যায় সিপিএম। কিন্তু তেমন কোনও তাপউত্তাপ নেই। অভিযোগ, ডিসিআর দেওয়ার কোনও লোক নেই। আরও অভিযোগ, তিনটি অঞ্চলের জন্য মাত্র দুটি ফর্ম হাতে পেয়েছেন। বাকি ফর্ম কখন পাবেন কেউ জানেন না। ফর্ম না পেলে বিক্ষোভের হুমকিও দেন তাঁরা।
অন্যদিকে বারাসত ১ নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে না পেরে ক্ষোভপ্রকাশ করে বামেরা। এদিন সকালে মনোনয়নপত্র তুলতে এলে দেখা যায় কোনওরকম প্রস্তুতি না দেখে তাঁরা ক্ষোভপ্রকাশ। পরে ব্লক আধিকারিকের সঙ্গে লেপ ফ্রন্টের প্রতিনিধিরা দেখা করে সে কথা জানান। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র তুলতে না পেরে বাইরে অপেক্ষা করছেন। যদিও এ ব্যাপারে বারাসত ১ নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র জানান, ওনাদের প্রয়োজনীয় জিনিস আগামী চল্লিশ মিনিটের মধ্যে ব্যবস্থা করা হবে। কিন্তু সকাল ১১টা থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা থাকলেও কেন প্রস্তুত নয়, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বামেরা।
বহরমপুরও একই ছবি। ডিসিআর তোলা নিয়ে বহরমপুর বিডিও অফিসে বিশৃঙ্খলা। অভিযোগ, গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ডিসিআর পাওয়া যাচ্ছে না। ওই অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে।
শুক্রবার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা করতে পারল না বিরোধী প্রার্থীরা। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের নির্দেশমত আজ বিজেপি, সিপিএম ও আইএসএফের প্রার্থীরা ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা করতে আসেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি করতে চাইছে রাজ্যের শাসকদল। তাই এভাবে মনোনয়নপত্র জমা করতে বিরোধীদের সমস্যা তৈরি করা হচ্ছে। অন্যদিকে একাধিক জায়গায় যখন বিক্ষুব্ধ সংঘর্ষের ছবি দেখা গেল সেখানে শান্তিপূর্ণভাবেই মনোননয় জমা দিল কংগ্রেস। কংগ্রেসের প্রার্থীদের নিয়ে মিছিল করে বসিরহাট ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে মনোনয়নপত্র জমা দিল।