ময়না: ভোট গণনার দিন ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হল ওই ব্যক্তিকে।
মঙ্গলবার ময়নায় ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বাঁশ বাগানে বাঁশ কাটতে যান এক ব্যক্তি। জানা গিয়েছে, সেখানেই বোমা বিস্ফোরণে হাত উড়ে যায় এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম গুরুপদ ভূঁইয়া, বয়স ৬৪ বছর। জখম ওই ব্যক্তির পরিবারের সূত্রে জানা যায়, এদিন দুপুরে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়েই এই বিপত্তি ঘটে। আগে থেকে বাঁশ বাগানে বোমা রাখা ছিল বলে অভিযোগ। বাঁশ কাটার সময় কোনওভাবে ওই বোমার উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর আহত হয় ওই গুরুপদ।
আরও পড়ুন: Panchayat Election | মুচলেখা লিখিয়ে বিজেপি-সিপিএম প্রার্থীকে পরাজিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওই ব্যক্তির বাঁ হাতের কব্জি সম্পূর্ণভাবে উড়ে যায়। এছাড়াও সারা শরীরে বোমার আঘাত লাগে। কপাল এবং মাথাতেও আঘাত লেগেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।