হলদিয়া বন্দরমুখী জাহাজে বিপত্তি। তেল ছড়াচ্ছে গঙ্গায়। দূষিত হচ্ছে পরিবেশ। চিন্তায় পরিবেশবিদরা। বন্দর সূত্রে জানা গিয়েছে, এমভি ডেভন নামে একটি কন্টেনারবাহী পর্তুগিজ জাহাজের জ্বালানি তেলের ট্যাংক মাঝসমুদ্রে ফুটো হয়ে গেছে। জাহাজটির হলদিয়া বন্দরে ভেড়ার কথা ছিল। বর্তমানে হলদিয়া থেকে প্রায় সাড়ে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ওই জাহাজের ট্যাঙ্ক ফেটে ১০ হাজার লিটার তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়ায় বড়সড় সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন: বর্ষায় চুনোপুঁটি বেঁচেই পেট চলছে গরীব মানুষদের
শনিবার সন্ধ্যায় জাহাজটির হলদিয়ায় প্রবেশ করার কথা ছিল। কিন্তু তাঁর আগেই বিপদ ঘটায় সেটিকে মাঝ সমুদ্রে আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে। জাহাজের ট্যাঙ্কে মোট ১ লক্ষ ২০ হাজার লিটার লো-সালফার জ্বালানি তেল ছিল। তার থেকে ১০ হাজার লিটার তেল সমুদ্রে মিশেছে। মোট ১৭ জন ক্রু রয়েছেন ওই জাহাজে। তেল পড়ার দৃশ্য নজরে আসামাত্রই জাহাজের ক্যাপ্টেন খবর দিয়েছিলেন কোস্টগার্ডে। আপাতত জাহাজটি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: টিকাকরণে গাফিলতি নয় : অজয়কুমার ভাল্লা
এত পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ায় আশঙ্কায় রয়েছেন পরিবেশবিদরা। এর ফলে ক্ষতি হবে সামুদ্রিক প্রাণীদের। বিশেষ করে ইলিশের। এই মরশুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ডিম পারতে নদীর দিকে আসে। তাদের প্রজননে বিশাল প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। শুধু ইলিশ কিংবা অন্য মাছই নয়, সামুদ্রিক প্রাণীদের মৃত্যু পর্যন্ত হতে পারে এই তেলের প্রভাবে।