কিয়েভ: প্রথম আঘাত হেনেছিলেন জোসেফ স্ট্যালিন। সেই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ইউক্রেনের ওডেসার বিখ্যাত অর্থোডক্স ক্যাথিড্রাল। এবার ফের পুতিন বাহিনীর আক্রমণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হল ওডেসার ট্রান্সফিগারেশন ক্যাথিড্রাল। এই ঘটনায় জখম হয়েছেন ২২জন। মৃত্যু হয়েছে একজনের। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, রবিবার দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় মিসাইল হামলা চালায় রুশ ফৌজ। বিস্ফোরণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থোডক্স ক্যাথিড্রালটি। এই ঘটনায় ২২জন আহত হয়েছেন। যার মধ্যে চার শিশুও রয়েছে। একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রুশ আক্রমণে গোটা শহরটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: Talk On facts | Snake Garden | গাছে কিলবিল করছে সাপ, নেই কোনও ফুল-ফলও, যাবেন নাকি এই বাগানে?
প্রসঙ্গত, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় অবস্থিত ঐতিহাসিক এই ট্রান্সফিগারেশন ক্যাথিড্রাল। ১৯৩৬ সালে বলশেভিক বিপ্লবের সময় স্ট্যালিনের হামলায় ধ্বংস হয়ে যায় ধর্মস্থানটি। ফের পুনর্নির্মাণ করা হয় এই অর্থোডক্স ক্যাথিড্রাল। এবার আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হল ইউনেস্কোর হেরিটেজ তকমা প্রাপ্ত এই ঐতিহাসিক স্থানটি।