Placeholder canvas
কলকাতা রবিবার, ০৪ মে ২০২৫ |
K:T:V Clock
শুধু ভবানীপুর নয়, পড়ে থাকা সব বিধানসভার নির্বাচন চায় বামেরা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩১:৫১ পিএম
  • / ৪৭০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

কলকাতা: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ওই কেন্দ্রে ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু কেন বাকি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল না? মঙ্গলবার সেই প্রশ্ন তুলল রাজ্য বামফ্রন্ট। একই সঙ্গে তারা পড়ে থাকা বাকি বিধানসভা গুলির নির্বাচন দাবি করেছে। যদিও বাকি বিধানসভা গুলিতে ভোট এখনই নয় কেন তা বিবৃতি জারি করেছে নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের বিবৃতি।

গত ১ অগস্ট বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই অতিমারির সময়ে উপনির্বাচন করার মত আদৌ পরিস্থিতি আছে কিনা জানতে চাওয়া হয় মুখ্যসচিবদের কাছে। একইসঙ্গে বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে যাবে। একইরকমভাবে অন্যান্য রাজ্যেও দশেরা বা গনেশ চতুর্থীর মত উৎসব রয়েছে। এইসব উৎসবের সময় কোভিড সংক্রমণ রুখতে বেশ কিছু নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন যে রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে জমা দিয়েছে তাতেও আশঙ্কা অক্টোবরের তৃতীয় সপ্তাহেই তৃতীয় ঢেউ আসতে চলেছে। তাই ভোট করতে হলে আগেই করতে হবে দাবি জানায় পশ্চিমবঙ্গ, ওডিশার মত রাজ্যগুলো।

আরও পড়ুন-  রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভ্যাকসিনের কুপন বিলির অভিযোগ, কড়া পদক্ষেপ মুখ্যসচিবের

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে জানান, যে সমস্ত কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেখানে বন্যা পরিস্থিতির কোনও প্রভাব নেই। ভার্চুয়াল বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদী সংবিধানের ১৬৪ (৪) ধারার প্রসঙ্গ টেনে আনেন। বলেন, সংবিধানের ওই ধারায় বলা হয়েছে, কোনও মন্ত্রী যদি ৬ মাসের মধ্যে বিধান পরিষদীয় দলের প্রতিনিধি হতে না পারেন সেক্ষেত্রে সংবিধানের নিয়ম মেনে তাঁর মন্ত্রিত্ব পদ খোয়া যাবে। তখন সাংবিধানিক সংকট তৈরি হবে। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যে সাংবিধানিক সংকট এড়াতে ভবানীপুর কেন্দ্রে যাতে উপনির্বাচন হয় নির্বাচন কমিশনের কাছে সেই আবেদন রাখেন মুখ্যসচিব। যাতে ওই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা ৬ মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতে না পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হত মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

কিন্তু, মুখ্যসচিবের এই যুক্তিকে কটাক্ষ করেন বামেরা। তাদের বক্তব্য, “ভারতের নির্বাচন কমিশনের ঘােষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের মতে নির্দিষ্ট একজন বিধায়ক নির্বাচিত নাহলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে। মুখ্য সচিব কোন সংবিধান পড়ে এই সিদ্ধান্তে পৌঁছলেন ? যদি ধরে নেওয়া যায় একটি রাজ্যে মুখ্যমন্ত্রী নেই তাহলে কি সাংবিধানিক সঙ্কট তৈরি হয় ? আসলে সঙ্কটটা এক রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে। মুখ্য সচিব ঘটনাটিতে নিজের পদমর্যাদাকে বিসর্জন দিয়ে ওই ব্যক্তির মনের কথাটি বলে ফেলেছেন। নির্বাচন কমিশনও যথাযথ সাংবিধানিক প্রাজ্ঞতার প্রমাণ দিতে পারেনি। নির্বাচন হবে বিধিসম্মত ভাবে নির্বাচন কমিশনের স্বাধীন সিদ্ধান্তের উপর । ২১৩ জন নির্বাচিত বিধায়ক – যদি একজনকেও নেতা হিসাবে নির্বাচিত না করতে পারেন তাহলে সেটা তাঁদের ব্যর্থতা। তাতে সাংবিধানিক সঙ্কট হয় না।”

আরও পড়ুন-ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, বললেন অধীর চৌধুরী

যদিও নির্বাচন কমিশন রাজ্যের বিশেষ আবেদন খতিয়ে দেখার পর ভবানীপুর ছাড়া বাকি ৪ টি কেন্দ্রে উপনির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। একই সঙ্গে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন। অন্যান্য যে সকল রাজ্যে ভোট বাকি রয়েছে সেখানে উৎসব মিটলে তবেই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

“শত্রুর ভাষাতেই শত্রুকে জবাব,” বিরাট হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের
রবিবার, ৪ মে, ২০২৫
যাত্রী সুবিধার্থে হাওড়া ওল্ড কমপ্লেক্সে বসছে ছাউনি, বরাদ্দ ১৫ কোটি
রবিবার, ৪ মে, ২০২৫
অস্পষ্ট নম্বর প্লেটের স্কুটারে জাল নোটের পাচার, ভোপালে এ কী কাণ্ড!
রবিবার, ৪ মে, ২০২৫
সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভারত ১৫১ নম্বরে, অবনতি আমেরিকাতেও
রবিবার, ৪ মে, ২০২৫
প্রতিশ্রুতি মতো আগামীকাল মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, ব্যস্ততা তুঙ্গে
রবিবার, ৪ মে, ২০২৫
জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রীদের জন্য দারুণ খবর!
রবিবার, ৪ মে, ২০২৫
এবার উদ্ধার হল বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং
রবিবার, ৪ মে, ২০২৫
সোনামুখী গ্রামীণ হাসপাতালের বেহাল দশা, চরম সমস্যায় রোগীরা
রবিবার, ৪ মে, ২০২৫
বিফলে পরাগের ৯৫! ‘ডু অর ডাই’ ম্যাচে মাত্র ১ রানে জিতল KKR
রবিবার, ৪ মে, ২০২৫
সংস্কৃত বিজ্ঞানসম্মত ভাষা, “AI ভাষা’ হিসেবেও কাজ করতে পারে: রেখা গুপ্তা
রবিবার, ৪ মে, ২০২৫
বেন গুরিয়ন বিমানবন্দরে বিস্ফোরণ, তেল আবিবগামী সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া
রবিবার, ৪ মে, ২০২৫
শুভমন অতীত, অভিনেতার সঙ্গে প্রেম করছেন সারা তেন্ডুলকর
রবিবার, ৪ মে, ২০২৫
মাঝরাতে বড় বিপর্যয়, কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত ৩
রবিবার, ৪ মে, ২০২৫
প্রকাশ্যে ‘পঞ্চায়েত ৪’-এর টিজার
রবিবার, ৪ মে, ২০২৫
বিজেপির আমলে হাসা নিষেধ, হাসি দিবসে কমেডি বোমা অখিলেশের
রবিবার, ৪ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team