দত্তপুকুর: উত্তর ২৪ পরগনায় গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অ্যাসিড ছোঁড়া ও অপহরণের হুমকি। প্রাণে বাঁচতে স্বামী-মেয়েকে নিয়ে বাপের বাড়ি পালিয়েও নিস্তার নেই গৃহবধূর। দত্তপুকুর থানার বামনগাছি ঘটনা। অভিযোগ, পাওনা টাকা চাইতে গিয়ে বারবার এমন হুমকি দিচ্ছে স্থানীয় তৃণমূল কর্মী। শেষমেশ ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি।
গৃহবধূ জানান, বামনগাছিতে তাঁর পাশের এক বাড়িতে থাকে তৃণমূল কর্মী মুন্না রহমান। পড়শি সম্পর্কে ভালোই আলাপ ছিল তার সঙ্গে। বেশ কয়েকদিন আগে ওই মহিলার থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছিল মুন্না। অভিযোগ, সেই টাকা ফেরত চাইলেই নানান ধরনের কুপ্রস্তাব দিত সে। সেকথা বাড়িতে জানালে অপহরণ করার হুমকিও দেওয়া হয়েছে একাধিকবার। রাস্তা-ঘাটে কুপ্রস্তাব দিয়ে বারবার হেনস্থা করত মুন্না। পাওনা টাকা চাইলে ওই মহিলার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, তার প্রস্তাবে রাজি না হলে মেয়ে এবং স্বামীর ক্ষতি করার হুমকিও দেয় মুন্না।
এখানেই শেষ নয়, নিত্যদিন হেনস্থার হাত থেকে বাঁচতে স্বামী ও মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে আশ্রয় নেয় ওই মহিলা। কিন্তু সেখানেও নিস্তার নেই। সেখানে গিয়ে পরিবারের সবাইকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা। অবশেষে রবিবার দত্তপুকুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি।
আরও পড়ুন: Lakhimpur Kheri: সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ লখিমপুরে কৃষক-হত্যায় অভিযুক্ত আশিস মিশ্রর
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মুন্না রহমান বামনগাছির দোকানে দোকানে তোলাবাজি করে। মেয়েদের সঙ্গে অভব্য আচরণ করে। তার বিরদ্ধে নানান অসমাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য অমল দাস জানান, ঘটনার সঙ্গে সত্যি কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।