উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে (North 24 Pargana Dattapukur) বোমা বিস্ফোরণে (Bomb Exploded) গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। আহত যুবকের নাম কবিরুল আলি। স্থানীয় সূত্রে খবর, ঝোপ পরিষ্কার করতে গিয়ে মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যুবকের বাড়ি দেগঙ্গার গোসাইপুরে।
পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে বাড়ির অদূরে কোদাল দিয়ে জমিতে মাটি কাটচ্ছিলেন কবিরুল। সে সময়ে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় কবিরুলকে পড়ে থাকতে দেখেন তারা। বোমার আঘাতে তাঁর শরীরের এক পাশ ঝলসে গিয়েছে। বাঁ হাতের তালু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান দত্তপুকুর থানার পুলিশ।
আরও পড়ুন: ‘অপারেশন জিন্দেগি’ সফল, বেরোচ্ছেন সুড়ঙ্গে আটক শ্রমিকরা
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটির নীচে পুঁতে রাখা ছিল বোমা। কোদালের আঘাত পড়তেই ফেটে যায় সেটি। বিস্ফোরণের অভিঘাতে আহত হন তিনি। বোমা নাকি অন্য় বিস্ফোরক মজুত করা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও অন্য খবর দেখুন