রামপুরহাট: নিয়মিত বেতন না পাওয়া থেকে প্রতিমাসে মূল বেতন থেকে এক হাজার টাকা কম। এমনকী কাজ থেকে ছাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার রামপুরহাট পুরসভার মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাল অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের বিক্ষোভকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট পুরসভায়।
এদিন প্রতি মাসে বেতন কম দেওয়ার প্রতিবাদে রামপুরহাট পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখাল সাফাই কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা করে বেতন কম দিচ্ছে। পাশাপাশি সঠিক সময়ে বেতন দিচ্ছে না পুরসভা। এরই প্রতিবাদে আজ কাজ বন্ধ করে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত পুরসভার পক্ষ থেকে তাঁদের বেতন দেওয়ার আশ্বাস না দেওয়া হবে, ততক্ষন এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। ওই পুরসভায় প্রায় ১৫০ থেকে ২০০ জন সাফাই কর্মী কাজ করেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভা চত্বরে।
আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে বিজেপির জেলা সভাপতিকে চোর কটাক্ষ পোস্টারে