কলকাতা: তালিবান অধিকৃত আফগানিস্তানে এখনও পর্যন্ত কলকাতার কেউ আটকে নেই বলে জানতে পারল লালবাজার। তা জানার পরপরই রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে। শুধুমাত্র দমদম থানা এলাকার নাগেরবাজারর বাসিন্দা সুব্রত দত্তের স্ত্রী আফগানিস্থানে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। সুব্রত বাবুর স্ত্রী আফগান।
আরও পড়ুন- ‘যমের দুয়ারে সরকার’ বলে দাঁতনে বিক্ষোভের মুখে দিলীপ
আফগানিস্তানে কেউ আটকে আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য রাজ্য ও কলকাতা পুলিশকে মঙ্গলবার নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই নির্দেশ মত লালবাজার থেকে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয় সিকিউরিটি কন্ট্রোলের বিদেশি রেজিস্ট্রেশন বিভাগকে। খোঁজখবর নিয়ে দেখা যায় কলকাতার কোনও কাবুলিওয়ালা বা তাঁর আত্মীয়স্বজন আফগানিস্তানে গিয়ে আটকে পড়েননি। শুধুমাত্র নাগেরবাজারের বাসিন্দা সুব্রত দত্তের আফগান স্ত্রী আটকে পড়েছেন। কাজের সূত্রে সুব্রত বাবু এখন রয়েছেন আমেদাবাদে। তিনি কর্মসূত্রে আফগানিস্তান যাতায়াত করেন। সেখানেই কয়েক বছর আগে এক আফগান তরুণীর সঙ্গে সুব্রতবাবুর আলাপ হয়। পরে সেই তরুণীকে বিয়ে করে নাগেরবাজারে নিয়ে আসেন তিনি। সুব্রত বাবু জানান, মঙ্গলবারও স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমার। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণে স্ত্রীর জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুব্রতবাবু।
আরও পড়ুন- আফগানিস্তান পরিস্থিতি সামাল দিতে আসরে NATO
কলকাতার বেশিরভাগ কাবুলিওয়ালা থাকেন নিউমার্কেট, তালতলা, বউ বাজার এলাকায়। তাঁদের বিস্তারিত তথ্য রয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলে। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কাবুলিওয়ালাদের এ দেশে আসা-যাওয়া করার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার যুদ্ধে মহাত্মা গান্ধীর সঙ্গে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন সীমান্ত গান্ধী। সেই কথা মাথায় রেখেই কাবুলিওয়ালাদের জন্য পাসপোর্ট বা ভিসার ক্ষেত্রে সরকারি নিয়ম বেশ কিছুটা লঘু করা আছে।