দুর্গাপুর: পদত্যাগ পত্র জমা দিলেন NIT ডিরেক্টর l গতরাতেই ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে NIT চত্বরl কার্যত ছাত্র আন্দোলনের জেরেই কিছুটা চাপের মুখে পড়েই দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর পর থেকে ইস্তফা দিলেন এনআইটি ডিরেক্টর অরবিন্দ চৌবে (Durgapur NIT Director)l মিনিস্টার অফ এডুকেশন দপ্তরে সরাসরি পদত্যাগ পত্রপাঠিয়ে দেন তিনি l ইনস্টিটিউটে ন্যূনতম চিকিৎসা পরিষেবা নেই, পদত্যাগ পত্রে সেই কথা উল্লেখ করে, ব্যর্থতার দায় স্বীকার করেই তিনি পদত্যাগ পত্র পাঠান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে l
উল্লেখ্য, দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি বা এনআইটিতে মেকানিকালের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষের অস্বাভাবিক মৃত্যুর জেরে (Durgapur NIT Student Death) ডিরেক্টরকে ঘিরে রবিবার প্রবল বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসে। ডিরেক্টরকে কার্যত ধাক্কা মেরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অভিযোগও ওঠে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ফের বঙ্গে মোদি, এবার দক্ষিণবঙ্গে ৩ জনসভা
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষের বাড়ি হুগলির ব্যান্ডেলে। অভিযোগ, পরীক্ষাহলে নিজের আইডি কার্ড নিয়ে যেতে ভুলে যান অর্পণ। তাই তাঁকে পরীক্ষায় বসতেই দেওয়া হয়নি। এরপরই ঘরে ফিরে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।
কলেজের পড়ুয়াদের দাবি, অর্পণকে যখন তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়, তখনও তাঁর নার্ভ সচল ছিল। অ্যাম্বুল্যান্স আনা হলেও তারা বলে রিপোর্ট লেখাতে হবে, আইডি কার্ড দেখাতে হবে। অর্পণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর অনেকক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু এনআইটির নিজস্ব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র না থাকা এবং দীর্ঘ ২০ মিনিট অর্পণকে ফেলে রাখার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের।
আরও খবর দেখুন