কলকাতা: সরকারি জমি (Government Land) দখলমুক্ত করতে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য (West Bengal)। কোন জায়গায় কত পরিমাণে সরকারি জমি রয়েছে, সরকারের কোন দফতরের জমি রয়েছে, এই সবকিছু এবার যে কেউ তা জানতে পারবেন। ‘বাংলার ভূমি’ পোর্টাল (Banglar Bhumi Portal) মারফত সরকারি জমির যাবতীয় খতিয়ান যে কেউ পেয়ে যাবেন। এর দরুন জমি কেনার সময় কেউ ঠকছেন কি না বা সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি করে দেওয়া হচ্ছে নাকি সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ক্রেতারা।
আরও পড়ুন: নিম্নচাপ অক্ষরেখার দাপট, জেলায় জেলায় দুর্যোগ!
সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি ও দখলের অভিযোগ উঠেছে একাধিকবার। সরকারি জমি দখলমুক্ত করতে একাধিকবার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই কারণেই সরকারি জমি দখলমুক্ত রাখতে এই পদক্ষেপ রাজ্যের বলে মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত কোথায় কত পরিমাণ সরকারি জমি রয়েছে তা যে কেউ জানতে পারত না। এবার সেই প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।
দেখুন অন্য খবর: