দিঘা: সৈকত শহর দিঘায় শুরু হল তিন দিনের ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান। চলবে আগামী তিন দিন ধরে। দিঘা বিশ্ব বাংলা ২নং গেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্যসংস্কৃতির বিভাগ, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুর তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় গত বছরের মতোই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
শীতের শুরুতে দীঘা যেন একটু অন্য সাজে সেজে উঠেছে। এমনিতেই সৈকত শহর দিঘাকে কেন্দ্র করে সারা বছর পর্যটকদের যথেষ্ট ভিড় লেগেই থাকে, তার উপর সপ্তাহের শেষে দীঘা পর্যটকদের বাড়তি আকর্ষণের জায়গা হয়ে উঠেছে এই অনুষ্ঠানটি। সেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কালচারাল সংস্থাগুলোও এই অনুষ্ঠানে যোগদান করেছে।
আরও পড়ুন: দু’দিন পর উদ্ধার তলিয়ে যাওয়া ছাত্রের দেহ
৩ দিনের এই অনুষ্ঠানে প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত দশটা পর্যন্ত থাকছে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের স্টল থেকে শুরু করে একাধিক প্রকল্পের প্রদর্শনী, লোকশিল্পীদের নিয়ে ছৌ নিত্য, বাউল গান সহ নানান সৃজনশীল অনুষ্ঠান। যা দীঘার সৈকতে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি পাওনা বলাই যেতে পারে। মূলত পশ্চিমবঙ্গ সরকার যে সামাজিক দিক থেকে একাধিক প্রকল্পের মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, সেই দিকটিকেই তুলে ধরাই এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের মূল লক্ষ্য। সব মিলিয়ে দীঘার সাংস্কৃতিক সন্ধ্যার এই বিচিত্র মেলবন্ধনে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা বেজায় খুশি।
দেখুন আরও খবর: