ওয়েব ডেস্ক: এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তিন দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন, তখনই পাল্টা চমক দিল বিজেপি (BJP)। দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী ২৯ মে আসছেন আলিপুরদুয়ারে (Alipurduar)। সেই দিন প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভা করবেন তিনি। ভোটের ঠিক আগে এই সফর ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক আবহে বাড়ছে উত্তাপ।
মঙ্গলবার দুপুরে আচমকাই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হাজির হন একঝাঁক বিজেপি নেতা। ছিলেন সাংসদ মনোজ টিজ্ঞা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা প্রমুখ। তাঁদের মাঠ পরিদর্শন নিয়েই শুরু হয় নানা জল্পনা। পরে সাংসদ মনোজ টিজ্ঞা নিজেই জানান, “অপারেশন সিঁদুরের সাফল্যের পর সেনাবাহিনীকে সম্মান জানাতে এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরতেই প্রধানমন্ত্রীর এই সফর। সেই উপলক্ষেই মাঠ দেখে গেলাম।”
আরও পড়ুন : অধ্যাপকের গ্রেফতারিতে বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের, চ্যালেঞ্জের মুখে গ্রেফতারি?
মনোজ আরও বলেন, “সারা দেশে প্রধানমন্ত্রী একাধিক সভা করছেন। তারই অংশ হিসাবে আলিপুরদুয়ারে সভা হবে। ২০১৬ সালের পর ফের একবার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এলাকায় উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। তবে এখনই বুথস্তরের কর্মীদের কাছে খবরটা পুরোপুরি পৌঁছায়নি।”
প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই মাদারিহাট উপনির্বাচনে বিজেপির ঘাঁটি দখল করেছে তৃণমূল। তারও আগে বিজেপির প্রভাবশালী নেতা জন বার্লা দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। এই অবস্থায় ‘অপারেশন সিঁদুর’-এর জয়কে সামনে রেখে উত্তরবঙ্গে নিজের শক্তি দেখাতে মরিয়া বিজেপি (BJP Bengal Strategy)।
উত্তরবঙ্গে যে এখন তৃণমূল ও বিজেপির টানাপোড়েন চরমে, তা বলাই বাহুল্য। একদিকে মুখ্যমন্ত্রীর সফর, অন্যদিকে প্রধানমন্ত্রীর সভা— দুই দলেরই লক্ষ্য উত্তরবঙ্গের মন জেতা। ফলে ২৯ মে আলিপুরদুয়ারের সভা ঘিরে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও কৌশল সাজানোর পালা।
দেখুন আরও খবর: