কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রণক্ষেত্রের চাহারা নেয় ভাঙড় সহ ক্য়ানিম। তৃণমূল-আইএসএফের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে।সোমবার দেখা গেল অন্য ছবি। ভাঙড় ও ক্যানিং পূর্বের বিধায়ক নওশাদ সিদ্দিকি ও শওকত মোল্লার সৌজন্য বিনিময়। এদিন হঠাৎই বিধানসভায় সাক্ষাৎ হয় নওশাদ ও শওকতের। একে অপরের প্রতি সৌজন্য প্রদানও করেন। এমনকী সংবাদমাধ্যমের ক্যামেরার একই ফ্রেমে ধরা পড়ল দুই জুজুধান শিবিরের দুই নেতাকে।
বিধানসভা নির্বাচনের পর থেকে এই ভাঙড়ে একে অপরের সঙ্গে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তাল হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই বিধানসভা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া থেকে প্রত্যাহার পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে দুজন আইএসএফ সমর্থক অন্য দুজন তৃণমূল কংগ্রেস সমর্থক।
আরও পড়ুন: Nabanna | Chief Secretary | রাজ্যের পরবর্তী মুখ্যসচিব কে? ৩ জনের নামে নিয়ে জল্পনা
এদিন সাংবাদিকদের মুখোমুকি হয় নওশাদ বলেন, শওকতদা আমার দাদার মতো, তাঁকে পাশে নিয়েই আমি শান্তি ফেরাতে চাই। অন্যদিকে, নওশাদকে পাশে নিয়ে তৃণমূল নেতা শওকত বলেন, আমরা সবসময় শান্তির পক্ষে। শান্তিস্থাপনের পক্ষেই আমরা কাজ করে যাব। ওরা যদি ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমরা সবসময় রাজি।
রাজনৈতিক মহলের দাবি, বিধানসভায় একই ফ্রেমে এই দুই নেতার সৌজন্যের বার্তা যদি মনোনয়ন পর্বের আগে প্রকাশ পেত তাহলে হয়তো এত বোমা-গুলি ও প্রাণহানির ঘটনা ঘটত না, বলে মনে করছে সকলে। এখন দেখার এই দুই নেতার সৌজন্য রাজনীতি ভোট পরবর্তীতে কতটা থাকে?