কোচবিহার: কেন্দ্রে মজবুত সরকার একমাত্র দিতে পারে বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারের সভায় এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন মোদি বলেন, আপনার স্বপ্নই মোদির সংকল্প। গোটা বিশ্ব বলছে মোদির মজবুত নেতা। আমি নিজেকে বলি জনতার সেবক। দেশে মজবুত সরকার করতে হবে। দশ বছরে উন্নয়ন শুধু ট্রেলার ছিল, এখন অনেক কিছু করার বাকি আছে।
এরপরই প্রধানমন্ত্রী মমতাকে নিশানা করে বলেন, ২০১৯ সালে এই মাঠেই সভা করতে এসেছিলাম। এখানে অন্য মঞ্চ তৈরি করে আমার সভা ছোট করে দেওয়া হয়। তখন আমি বলেছিলাম, দিদি এটা ঠিক করেননি। কিন্তু এবার তা করেননি। মমতা এর জবাব পেয়ে গিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এদিকে আজই মাথাভাঙা মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। সেখানে রাজ্যে সিএএ ও এনআরসি করতে দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। মমতা বলেন, সিএএ মাথা আর এনআরসি ল্য়াজা। কোনওভাবেই রাজ্যে সিএএ-এনআরসি করতে দেব না বলে হুঙ্কার দেন মমতা। এরপরই মোদি কোচবিহারের সভা থেকে সিএএ প্রসঙ্গে বলেন, সিএএ নিয়ে অপপ্রচার চলছে। সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। যেখানে অন্যেরা নিরাশ হয়। সেখান থেকেই মোদির গ্যারান্টি শুরু।
আরও পড়ুন: নাম না করে নিশীথকে হুঁশিয়ারি মমতার
একইসঙ্গে ইন্ডিয়া জোটকে নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত নিয়েছি। ইন্ডিয়া জোট দুর্নীতির উপর দাঁড়িয়ে। তাই দিল্লির সরকারের হাত মজবুত করতে হবে। বিজেপির হাত শক্ত করতে হবে।
দেখুন আরও অন্যান্য খবর: