কলকাতা: ফের বিতর্কে আমলা নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদ থেকে নন্দনীকে সরিয়ে দিল নবান্ন। পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, নন্দিনীর জায়গায় আনা হয়েছে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে। ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তবে নন্দিনী যেমন পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি সেই কাজ চালিয়ে যাবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে। নতুন নির্দেশিকায় তাঁকে পর্যটন উন্নয়ন নিগমের অন্যতম ডিরেক্টর পদে রাখা হয়েছে। এর আগে নন্দিনী ছিলেন রাজ্যপালের প্রধান সচিব। কিন্তু কয়েকমাস আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে সরিয়ে দেন। তারপর থেকে নন্দিনী পর্যটন দফতরের প্রধান সচিব পদে কাজ করছেন।
কিন্তু নন্দিনীকে ঠিক কী কারণে ওই পদ থেকে সরানো হয়েছে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে কোনওকিছু জানা যায়নি। মন্ত্রী বাবুল সুপ্রিয়ের অধীনস্থ দফতর পর্যটন দফতরের প্রধান সচিব হিসেবে কাজ করছেন নন্দিনী। সূত্রেৎ খবর, মন্ত্রীর সঙ্গে কিছু বিষয় বনিবনার করাণে এই বদল।
আরও পড়ুন: Manipur | INDIA Team | মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদল
নন্দিনী চক্রবর্তী অভিজ্ঞ আমলা। ১৯৯৪ ব্যাচের এই অফিসার এর আগে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। তবে এই বিষয়ে রাজ্যপাল কোনও বিবৃতি দেননি। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, প্রশাসনিক বিষয়, সেভাবে কিছু বলব না।অনায্য আব্দার হলেও সৌজন্য দেখিয়েছে রাজ্য।