নামখানা: নামখানা পঞ্চায়েতের (Namkhana Panchayat) বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে টাকা (Central Project Money) আত্মসাতের অভিযোগ। অভিযোগ, ইয়াস ঘূর্ণিঝড়ে (Cyclone Yaas) বিপর্যয় মোকাবিলার নামে তৃণমূল পরিচালিত নামখানা পঞ্চায়েত কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ৩৫ লক্ষ টাকা আত্মসাতের করেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের আশ্বাস বিডিওর।
ফের দক্ষিণ ২৪ পরগনার নামখানায় কেন্দ্রীয় প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ২০২০-২১ সালে সুন্দরবনে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, সেই সময় নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ইয়াস ঝড়ে বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হয়। পরবর্তী সময় নকল বিল ও ভাউচার তৈরি করে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করে তৎকালীন পঞ্চায়েত প্রধান। সম্প্রতি নামখানার শিবরামপুর গ্রামের বাসিন্দা স্নেহাশিষ গিরি কেন্দ্রের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে বেনিয়ম দেখে স্থানীয় বিডিওকে তদন্তের জন্য আবেদন জানিয়েছেন। পাশাপাশি বেনিয়ম ও দুর্নীতির তদন্তের আবেদন করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে। স্নেহাশিষ গিরির অভিযোগ, ভারতের সংবিধানের ২৮০ অনুচ্ছেদের অধীনে পঞ্চদশ অর্থ কমিশনেরক টাকা কি কি খাতে ব্যবহার করা যায়, তার সুপষ্ট উল্লেখ আছে। কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ উপেক্ষা করে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন:মাটির গর্ত থেকেই পানীয় জল সংগ্রহ গ্রামবাসীদের!
ঘূর্ণিঝড় মোকাবিলায় টাকা খরচের কথা স্বীকার করে নিয়েছেন নামখানা পঞ্চায়েতের তৎকালীন প্রধান অজিত গিরি। তবে তিনি জানিয়েছেন, সরকারী নির্দেশে আমরা এই টাকা খরচ করেছি। টাকা খরচে কোন দুর্নীতি হয়নি। অজিত গিরি, নামখানা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জানান, লোকসভা ভোটের মধ্যে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে নয়ছয়ের অভিযোগ ঘিরে সুর চড়িয়েছেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। অশোক পুরকায়েত জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে বলে জানিয়েছেন নামখানার বিডিও অমিত সাহু। তিনি জানান, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। এক্ষেত্রে কোন বেনিয়ম হয়েছে কি না তা দেখতে হবে।
অন্য খবর দেখুন