বহরমপুর: লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে (Murshidabad) বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার, বিস্ফোরণের খবর মিলছে। এবার বোমা বিস্ফোরণে কাঁপল মুর্শিদাবাদের বড়ঞা থানার (Burwan ps) মোনাইকান্দরা গ্রাম। বিস্ফোরণে কাঁপল বড়ঞা ব্লকের মোনাইকান্দরা গ্রাম। বোমা বাঁধার সময় বিস্ফোরণ বলে অনুমান স্থানীয় বাসিন্দা সহ পুলিশের।
বুধবার রাতে মোনাইকান্দরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অদূরে বিস্ফোরণের পর বিস্ফোরনে উড়ে যাওয়া একটি মানুষের আঙ্গুল উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় কত জন আহত হয়েছে তা নিয়ে ধন্দে স্থানীয় বাসিন্দা সহ পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ মোনাইকান্দরা গ্রামের সেখ আলিবীন্না নামের যুবক। তার পরিবারের দাবি, বিস্ফোরণে তার দুটি হাত উড়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে কি উদ্দেশ্যে গ্রামে বোমা বাঁধা হচ্ছিল তার তদন্ত সহ আহতদের খোঁজে তল্লাশি শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
আরও পড়ুন: তাপপ্রবাহ চলবে এই সপ্তাহজুড়ে
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। ভোটের নির্ধারিত বুথের ৫০ মিটারের কাছে এই বিস্ফোরণ বলে জানা গিয়েছে।
আরও খবর দেখুন