কলকাতা: ডিসেম্বর মাসে আবাস যোজনায় (Awas Yojana) বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য। তার আগে তালিকায় নাম থাকা সম্ভাব্য উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি সমীক্ষার মাধ্যমে যাচাই করছে নবান্ন (Nabanna)। প্রাথমিক তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদন পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মোট ১১টি কারণে বাতিল হয়েছে আবেদন। জানা গিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত যাচাই পর্বের পরেও নাম বাদ পড়েছে প্রায় ৪ লক্ষ ১৮ হাজার ৪৪৫ জনের। তাঁদের মধ্যে সাড়ে তিন লক্ষেরই আবেদন বাতিলের কারণ একটাই, পাকা বাড়ি। ইটের দেওয়াল ও পাকা ছাদ তৈরির জন্য নিয়ম অনুযায়ী তাঁরা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পাওয়ার যোগ্য নন। স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গীতে দেখার পক্ষপাতী। আবেদনকারীরা অযোগ্য কি না তা ফের সমীক্ষা করা হবে। অনেক ক্ষেত্রে কাঁচা বাড়িতে ইটের আংশিক গাঁথুনি বা ভিত থাকে। তাঁদের ছাড় দেওয়া হবে।
জানা গিয়েছে, শুধু পাকা ছাদ নয়, বাড়িতে তিন বা চার চাকার গাড়ি, তিন বা চার চাকার কৃষি সরঞ্জাম, পরিবারের কারও সরকারি চাকরি, মাসে ১৫ হাজার টাকা উপার্জন, আড়াই একরের বেশি চাষযোগ্য জমি থাকার কারণেও আবেদন বাতিল হয়েছে। পরিবারের কোনও সদস্য আয়কর দিলে সেজন্যও নাম বাদ গিয়েছে। ৩৬ লক্ষেরও বেশি আবেদন পুনর্যাচাই করা হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের তালিকা পুনর্যাচাই করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা করা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উধাও উত্তরপত্র
দেখুন অন্য খবর:
The post চার লক্ষের বেশি আবেদন খারিজ বাংলা আবাসে, হচ্ছে পুনর্যাচাই first appeared on KolkataTV.
The post চার লক্ষের বেশি আবেদন খারিজ বাংলা আবাসে, হচ্ছে পুনর্যাচাই appeared first on KolkataTV.