কলকাতা টিভি ওয়েব ডেস্ক: চৈত্রের শুরু থেকেই তাপপ্রবাহে নাজেহাল হয়েছিল দক্ষিণবঙ্গ। তবে সেই কাঠফাটা রোদের কিছুদিনের মধ্যেই ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। অশনির জেরে প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলগুলিতে। সেই বৃষ্টির রেশ ধরে এবার নির্ধারিত সময়ের আগেই বঙ্গে আসছে বর্ষা। এমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। যদি পূর্বাভাস মিলে যায়, তাহলে ২০০৯ সালের পর এই প্রথমবার এত তাড়াতাড়ি বঙ্গে বর্ষা প্রবেশ করবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। বিহার থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এছাড়া আরও একটি অক্ষরেখা উত্তর-দক্ষিণ এবং উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, সোমবারই দক্ষিণ আন্দামান সাগরে ঢুকছে বর্ষা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জেও বর্ষার আগমন হবে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বর্ষা আসছে। আবহাওয়া দফতরের অনুমান, ২৭ মে ভারতের মূল ভূখণ্ড, কেরলে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
♦ Conditions are favourable for further advance of Southwest Monsoon into some more parts of
South Bay of Bengal, entire Andaman Sea & Andaman Islands and some parts of Eastcentral Bay
of Bengal during next 2-3 days.— India Meteorological Department (@Indiametdept) May 16, 2022
আবহাওয়াবিদরা বলছেন, আগেভাগে বর্ষা এলে তীব্র দহনজ্বালা থেকে স্বস্তি মিলবে। যদিও কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতাতেও সন্ধে পেরোলেই ঝেঁপে বৃষ্টি নেমেছে। তার জেরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে৷ হাওয়া অফিস জানিয়েছে, ঝড়-বৃষ্টি চলবে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে৷
আরও পড়ুন: Mamata Banerjee: মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর চার দিনের জেলা সফর শুরু
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা একইরকম থাকবে। বেলা বাড়লে গরম বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷