বসিরহাট: কর্মসূত্রে গুজরাতের আমেদাবাদে গিয়ে নিখোঁজ সন্দেশখালীর যুবক। বসিরহাটের সন্দেশখালি থানার কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি গ্রামেরই বাসিন্দা সুব্রত মণ্ডলের ছেলে বছর ২৩-এর যুবক তপোব্রত মণ্ডল। এই অভিযোগের ভিত্তিতে তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তপোব্রত আইটিআই পাশ করেন। তারপর চলতি মাসের ১৮ তারিখে গুজরাতের আমেদাবাদে একটি নামি বহুজাতিক বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে বাড়ি থেকে রওনা দেন। ২০ তারিখ গুজরাতের আমেদাবাদ গিয়ে পৌঁছান ওই যুবক। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। তাঁর আর কোনওরকম খোঁজ পাওয়া যাচ্ছে না। যুবকের খোঁজ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। স্থানীয় জনপ্রতিনিধি প্রণব রায় সহ ওই যুবকের জেঠতুতো দাদা কৌশিক মণ্ডল সহ মোট তিনজন আমেদাবাদ তাঁর খোঁজে আমেদাবাদে যান। সেখানে পৌঁছে ওই বেসরকারি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ওই যুবকের ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি আমেদাবাদের সংশ্লিষ্ট থানায় তপোব্রত মণ্ডলের খোঁজে অভিযোগ করতে গেলে সেই থানাও পরিবারের সদস্যদের নিখোঁজের অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ।
আরও পড়ুন: শ্রমিক-মালিক অসন্তোষের জের, বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের তাসাটি চা বাগান
স্থানীয় জনপ্রতিনিধি সহ পরিবারের সদস্যদের অভিযোগ, একটার পর একটা থানায় তাঁদের ঘোরানো হয়। কিন্তু তাঁদের অভিযোগ গ্রহণ করা হয় না। এমনকি তাঁদের কাছে মোটা অর্থেরও দাবি করা হয়। বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে তপোব্রতর পরিবারের সদস্যরা। ফিরে এসে অবশেষে নিখোঁজের অভিযোগ দায়ের করে সন্দেশখালি থানায়। নিখোঁজ যুবকের বাবা সুব্রত মণ্ডল বলেন, আমরা ইতিমধ্যে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা চাইছি পুলিশ তদন্ত করে অবিলম্বে আমার ছেলেকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুক।