বীরভূম: পঞ্চায়েতের হিংসভাগ আসনই শাসকদলের হাতে। কিন্তু বাংলাজুড়ে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোট (Panchayat Vote) শেষ হলেও অশান্তি থামছে না বীরভূমে (Birbhum)। এবার রামপুরহাটের খামেড্ডা গ্রামে তৃণমূল প্রার্থীর গোডাউনে আগুন লাগাল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে বীরভূমের রামপুরহাট ২ নং ব্লকের বুধিগ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে ৮নং বুথের তৃণমূল প্রার্থী সেরিনা খাতুনের গোডাউনে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। তারপরে সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে গিয়েছে গোডাউনটি। এলাকায় আগুন লাগার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রামপুরহাট থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য তৃণমূল প্রার্থী সেরিনা খাতুন নির্দল প্রার্থী চাঁদ সুলতানার কাছে হেরে যায়। তারপর থেকেই তৃণমূল প্রার্থীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনাস্থলে তারাপীঠ থানার পুলিশ। আগুনে প্রচুর টাকার খয়ক্ষতি হয়েছে বলেও জানায়।
পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটলেও, মৃত্য়ুমিছিল চলছেই। প্রাণ গেল আরও একজনের। ভোটের দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আহত তৃণমূল কর্মীর মৃত্যু হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর। শুধু মুর্শিদাবাদ নয়, বাসন্তি, নন্দীগ্রাম, ভাঙড় ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট পর্ব মিটে যাওয়ার পরও, দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। বারবার হিংসায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়৷ মনোনয়ন পর্বেই ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের৷ গণনার দিন থেকে ফের উত্তপ্ত হতে এঠে৷ বৃহস্পতিবার ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে ব্যাপক বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: Panchayat Election | জয়ী সিপিএম প্রার্থীর দলবদল, খড়্গপুরে পঞ্চায়েত দখল তৃণমূলের
বিরোধীদের দাবি সন্ত্রাস করে ভোটে জিতেছে শাসকদল। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এরপরই নড়েচড়ে বসল নবান্ন। ভোট হিংসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট চেয়ে নবান্ন থেকে চিঠি পাঠানো হল জেলা শাসকদের কাছে। সূত্রের খবর, মূলত সেই নির্দেশে বলা হয়েছে জেলায় জেলায় ভোট পরিস্থিতিতে কী ধরনের হিংসের হিংসার ঘটনা হয়েছে তার রিপোর্ট পাঠাতে হবে।