নানুর: ফের পদ্ম শিবিরকে কটাক্ষ। বিজেপিকে কুকুরের সঙ্গে তুলনা করলেন মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ-মন্ত্রী শশী পাঁজা। অন্যদিকে বিরোধীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কাজল শেখ। ৮ জুলাই পঞ্চায়েত ভোট, তবে তার অনেক আগে থেকেই শাসক-বিরোধী কোন্দল শুরু হয়ে গিয়েছে।
ভোটের তোড়জোড় নিয়ে ব্যস্ত শাসক-বিরোধী সকলে। পথাসভা হোক বা মিছিল দুই পক্ষই চাইছে ভিড় উপচে পরুক তাদের দিকে। তেমনই নানুর বাসাপাড়া এলাকায় শুক্রবার পথসভার আয়োজন করা হয়েছিল জেলা তৃণমূল নেতৃত্বেক তরফে। সেখানেই উপস্থিত ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ-মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের ১৯ নম্বর আসনের তৃণমূলের প্রার্থী কাজল শেখ সহ অন্যান্যরা।
আরও পড়ুন: Hari Krishna Dwivedi | মেয়াদ বাড়ল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর
পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ-মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “বিজেপি দল কুকুরের মতো ঘেউ ঘেউ করছে।“ পাল্টা পদ্ম শিবিরও শশী পাঁজা সহ তৃণমূল দলকে নিশানা করেছে।
এছাড়াও শিক্ষক-দুর্নীতি মামলায় বরখাস্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত হিসাব জানতে ইডি যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষকে তলব করেছে। এই প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “আইন আইনের পথে চলবে।“ ঠিক একই মঞ্চে কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করলে মেনে নেওয়া হবে না। যদি কোনও দল ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তবে তাদেরকে দেখে নেওয়ার হবে।“