কলকাতা: দীর্ঘ নয় বছর প্রতীক্ষার পর প্রকাশিত হল উচ্চপ্রাথমিকের (Upper Primary) পূর্ণাঙ্গ মেধা তালিকা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের নির্দেশমতো উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৪ সালে পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা দীর্ঘ দিন ধরেই মেধা তালিকা প্রকাশ করার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। অবশেষে মেধা তালিকা প্রকাশিত হওয়ায় খুশি তাঁরা। যদিও মেধা তালিকা প্রকাশিত হওয়া মানেই তাঁরা চাকরি পেয়ে গিয়েছেন এমনটা নয় । ৩০ অগস্ট এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।
উচ্চপ্রাথমিক স্তরের সহকারী শিক্ষকের মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য প্রকাশিত প্যানেল ও ওয়েটিং লিস্টে রয়েছেন মোট ১৩ হাজার ৩৩৯ জন প্রার্থী। প্রত্যেকে প্যানেল বা ওয়েটিং লিস্টে টেট-এ প্রাপ্ত নম্বর, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে প্রার্থীদের নামের পাশে আলাদা করে নম্বর বিভাজন দেওয়া রয়েছে মেধা তালিকায়। ৩০ আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। উচ্চ আদালতে মেধা তালিকাকে মান্যতা দিলে তবেই চাকরি পাবেন তালিকায় নাম থাকা প্রার্থীরা। মেধাতালিকায় থাকা প্রার্থীদের নিয়োগের পরবর্তী ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে পারবে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।
আরও পড়ুন: যাদবপুরের পর নার্সিং পড়ুয়ার মৃত্যু এসএসকেএমে
নিয়োগের দাবিতে ঘর ছেড়ে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন তাঁরা। রোদ হোক বা বৃষ্টি কোনও কিছুই তাঁদের টলাতে পারেনি। আন্দোলন করছে চাকরিপ্রার্থীরা। রাজপথে মিছিল করে। পুলিশ তাদের বাধার মুখেও পড়ে হয়। ক্লান্ত শরীরেও তাদের মনের জোরকে দমাতে পারেনি। সেই শক্তিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কাছেও গিয়েছেন নিয়োগের দাবি নিয়ে। মেধাতালিকা প্রকাশ পেলেও নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের ছাড়পত্র প্রয়োজন।