গোর্খা (Gurkha) জাতিগোষ্ঠীর ১১টি বর্ণের বা উপজাতির তফসিলি উপজাতির (Tribe Status)স্বীকৃতির দাবিতে রবিবার পাহাড়ে মিছিল হল। গোর্খা ভারতীয় উপজাতি ফেডারেশনের ডাকে এদিন দার্জিলিং মোটর স্ট্যান্ড থেকে বিশাল মৌন মিছিল বেরোয়। তাতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। এই নীরব মিছিলে সমস্ত বর্ণের মানুষ নিজের নিজের বর্ণের পোশাক পরে এসেছিলেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা, ১১টি বর্ণকে উপজাতির মর্যাদা দিতে হবে।
ফেডারেশন হুঁশিয়ারি দিয়েছে, এই মিছিলের পরেও যদি কেন্দ্রীয় সরকার আদিবাসী ইস্যুতে কোনও দৃঢ় পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে ছাত্ররাও রাস্তায় নামবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১টি বর্ণের নাম নেওয়ার পরে এবং এই জাতিগোষ্ঠীগুলিকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার কথা বলায় তাঁদের আশা জেগেছিল যে, এবার হয়ত দীর্ঘদিনের দাবি মিটবে। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সাড়া শব্দ না করায় তাঁরা পথে নেমেছেন। মিছিল থেকে ভবিষ্যতে আরও বড় আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Jalpaiguri | TMC | CPM | তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম কর্মীর বাড়িতে হামলা