কলকাতা: হাওড়ার (Howrah) মঙ্গলাহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Break Out)। রবিবার সকালে আচমকাই আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন: টানা তিনদিন চলবে নিম্নচাপ, বৃষ্টি হবে কোন কোন জেলায়?
রবিবার সকাল ন’টা নাগাদ আগুন লাগে মডার্ন মঙ্গলা হাটের চারতলার একটি গুদামে ঘরে। ওই বিল্ডিংয়ে কম করে ২৮০০ ব্যবসায়ী থাকেন। রবিবার হাটবারে বিকিকিনির আগুন জ্বলতেঁ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, পুরসভার দেওয়া জলের লাইন বিচ্ছিন্ন করার কাজ চলছিল ওই বিল্ডিংয়ে। ওই বহুতলে কোনও আগুন নেভানোর ব্যবস্থা নেই। চারতলা উপরে যে জলের রিজার্ভার রয়েছে তা পুরোপুরি ফাঁকা। ফলে আগুন নেভানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কী থেকে আগুন লাগাল? তা এখনও স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নেভার পরই তা জানা যাবে বলে বলেছেন দমকল আধিকারিকরা।
দেখুন আরও খবর: