হরিহরপাড়া: ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে তামিলনাড়ুতে আটকে রয়েছেন মুর্শিদাবাদের বেশকিছু পরিযায়ী শ্রমিক। বহু অঞ্চল জলে ডুবে থাকায় একপ্রকার অনাহারে ভুগছেন ওই সমস্ত শ্রমিকেরা। মাথায় ঠাঁই গোজার জায়গাটুকুও নেই তাঁদের। কেউ কেউ বাস করছেন তালপাতার ঘরে। বাড়ি ফেরার টাকাও নেই অনেকের কাছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই চিন্তায় ওই পরিযায়ী শ্রমিকেরা।
জানা গিয়েছে, হরিহরপাড়া, নওদা ব্লকের প্রায় ৩০ জন শ্রমিকের খোঁজ পাওয়া গিয়েছে। তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় এঁরা আটকে রয়েছেন। তাঁরা বাড়ি ফেরার আর্জি জানাচ্ছেন মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে। কবে বাড়ি ফিরবেন সেই চিন্তায় তাঁদের দেশের বাড়ির লোকজনও।
আরও পড়ুন: টেট-র দিন ট্রাফিক ব্যবস্থা নিয়ে সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের
এদিকে চেন্নাইয়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করাতে গিয়ে দুর্যোগের কবলে পড়ে হাসপাতালে আটকে হাওড়ার সন্ধ্যাবাজারের একই পরিবারের ছয় সদস্য। জলমগ্ন অবস্থার কারণে ট্রাকে করে রোগীদের স্থানান্তরিত করতে হচ্ছে। দু’দিন ধরে কোনওরকমে খাবারের ব্যবস্থা করেছে সেখানকার হাসপাতাল। বুধবার থেকে তাও বন্ধ। ভিডিও কলে সেই শোচনীয় পরিস্থিতির কথা জানিয়েছেন চেন্নাইয়ে আটকে পড়া পরিবারের সদস্য মহম্মদ আজম খান।