বাঁকুড়া: ভোট প্রচারে এসে হাতে ব্যাটে ছক্কা হাঁকিয়ে তৃণমূলের প্রার্থীদের ভোটে জেতানোর আবেদন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তেওয়ারির। শনিবার সকালে বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। সেখানেই আসন্ন পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীদের জেতানোর জন্য করলেনও আবেদনও। যদিও এব বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
এদিন বাঁকুড়া ২ নম্বর ব্লকের তৃণমূলের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও এলাকার পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে এক্তেশ্বরে প্রচারে যান মনোজ। এক্তেশ্বর শিবের মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের কাছে দলীয় প্রার্থীদের জন্য আশীর্বাদ চান তিনি। এরপরেই স্থানীয় মাঠে হাতে ব্যাট নিয়ে জমিয়ে ব্যাটিং করন তিনি। উন্নয়নের নিরীখে তৃণমূলের প্রার্থীদের মানুষ আশীর্বাদ করবেন আশাবাদী রাজ্যের প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মনোনয়ন প্রত্তাহারকে ঘিরে উত্তপ্ত বসিরহাট, আহত ৩
ব্যাট হাতে মাঠে নেমে এমন প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক বলেন, আর ক্রিকেট খেলে কিছু হবে না। এবার ফুটবল খেলুন। বাঁকুড়ার মানুষ ফুটবল খেলতে চায়। ১০ বছর পঞ্চায়েত লুঠ হয়েছে, তখন কোথায় ছিলেন। এখন এখানে ক্রিকেট খেলতে এসেছেন।
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েতের মনোনয়ন পর্বে এখনও পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙর, ক্য়ানিং সহ চোপড়া এলাকায়। কিন্তু সেই রেশ যেন কাটতেই চাইছে না। এদিনের ঘটনা ফের একবার প্রমাণ করল। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বিভিন্ন এলাকায়