কলকাতা: যাদবপুর-কাণ্ডে (Jadavpur University Incident) ধৃত মনোতোষ ও দীপশেখরকে ফের চার দিনের পুলিশ হেফাজতে দিল আলিপুর আদালত। ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মনোতোষ ঘোষ (Manatosh Ghosh) এবং দীপশেখর দত্তের (Deepshekhar Dutta) বিরুদ্ধে ৯ অগাস্ট রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এলেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে দাবি জানায় পুলিশ। শনিবার সেই আবেদনই মেনে নিয়ে আগামী ৩০ অগস্ট পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।
শনিবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল মনোতোষ এবং দীপশেখরকে। এদিন তাঁদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আলিপুর আদালতে হাজির করানো হয়ে ছিল। এদিন ছাত্রের খুনের মূল মামলায় মনোতোষ এবং দীপশেখরকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে মনোতোষের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। আদালতে আইনজীবীর করে দাবি করেছিলেন, তাঁর মক্কেলের নাম এফআইআরে নেই। তিনি ওই ছাত্রকে হস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘটনার দিন রাতে জিবিতে ছিলেন মনোতোষ। দীপশেখরের আইনজীবী বলেন, অভিযুক্তেরা তদন্তকারীদের সব রকম সাহায্য করবেন। তাঁদের কাউন্সেলিং করানোর আবেদনও করেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন মুজাফ্ফরনগরের শিক্ষিকা, যোগী রাজ্যের ঘটনায় সরব তৃণমূল
অন্যদিকে গত মঙ্গলবার ধৃত সৌরভ চৌধুরীকে ৮ সেপ্টম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেয় আদালত। সৌরভকে কিংপিং বলে দাবি করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর পর সৌরভ চৌধুরীকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ষড়যন্ত্র করা হয়েছিল। হস্টেলে সৌরভ থাকেন কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে কী বলা হবে, তাও সেই গ্রুপে জানিয়ে দেওয়া হয়। পরে প্রমাণ লোপাটের জন্য সেই গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে।